বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫

রাজবাড়ীর জন্মান্ধ গফুর মল্লিকের হাতে আর্থিক সহায়তা প্রদান

প্রথম পাতা » সারাদেশ » রাজবাড়ীর জন্মান্ধ গফুর মল্লিকের হাতে আর্থিক সহায়তা প্রদান
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫



---

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের জন্মান্ধ গফুর মল্লিকের হাতে আর্থিক সহায়তা তুলে দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (৩০অক্টোবর) রাজবাড়ীর পাচুরিয়া ইউনিয়নের খোলা বাড়িয়া গ্রামে জন্মান্ধ গফুর মোল্লার বাড়ীতে তার হাতে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

ওই সময় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসলাম মিয়াসহ বিএনপির নেতা- কর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে , বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে “জীবনের শেষ প্রান্তে বেঁচে থাকার লড়াইয়ে অন্ধ গফুর!” এই শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সংবাদটি নজরে আসে।

এর পরই তিনি ‘আমরা বিএনপি পরিবার’ এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে গফুর মোল্লার পরিবারের সঙ্গে দ্রুত যোগাযোগের নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ২০:১২:০৪   ১২৬ বার পঠিত