বুধবার, ৫ নভেম্বর ২০২৫

বি আই এম এস আইনজীবীদের গবেষনাপত্রের আবেদন আহবান করেছে

প্রথম পাতা » শিক্ষা » বি আই এম এস আইনজীবীদের গবেষনাপত্রের আবেদন আহবান করেছে
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫



বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি (  বি আই এম এস) বিজ্ঞ আইনজীবী/আইন শিক্ষার্থীদের নিকট হতে আইন অঙ্গনের Accountability of Tidbits শীর্ষক গবেষনা পত্র আবেদন আহবান করা হয়েছে।

বি আই এম এস  এর চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট এস এন গোস্বামী এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

আবেদনপত্র জমা দেবার শেষ তারিখ ২৫ শে নভেম্বর ২০২৫ ইং।  নির্বাচিত গবেষণাপত্র এক লক্ষ টাকা সম্মানী প্রদান করা হবে।

---

বাংলাদেশ সময়: ১৪:৪৮:৫৩   ২০৪ বার পঠিত