![]()
বিশ্বে প্রথমবারের মতো আলবেনিয়া কৃত্রিম বৃদ্ধিমত্তা (এআই) সম্পন্ন এক রোবট নারীকে এআই বিষয়ক ভার্চ্যুয়াল মন্ত্রী হিসেবে নিয়োগ করেছে অনেক আগেই। ওই এআই মন্ত্রীর নাম ডিয়েলা। কিন্তু এবার বার্লিনে গ্লোবাল ডায়ালগে বিস্ফোরক মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী এডি রামা। তিনি বলেছেন, আমরা ডিয়েলাকে নিয়ে এক বড় ঝুঁকি নিয়েছি। আমরা তা সফলভাবে (সম্পন্ন) করেছি। তাই প্রথমবারের মতো ডিয়েলা গর্ভবতী। তার পেটে রয়েছে ৮৩টি সন্তান। তিনি এখন ৮৩টি ডিজিটাল সহকারী সন্তানের ধারণ করছেন পেটে’। প্রতিটি সমাজতান্ত্রিক দলের এক একজন সংসদ সদস্যের জন্য এক একটি সহকারী। তিনি ব্যাখ্যা করেন, এই সহকারীদের ভূমিকা হবে প্রতিটি সংসদ সদস্যের জন্য একটি করে ডিজিটাল সহকারী হিসেবে কাজ করা। এডি রামার ভাষায়, ‘প্রতিটি সন্তান সংসদ অধিবেশনে অংশ নেবে, যা কিছু ঘটবে তার নথি রাখবে এবং সংসদ সদস্যদের প্রস্তাব দেবে। এই সন্তানদের জ্ঞান থাকবে তাদের মায়ের মতোই’।
ডিয়েলা নামটি আলবেনীয় ভাষায় ‘সূর্য’ অর্থে ব্যবহৃত হয়। তাকে গত সেপ্টেম্বরে রাষ্ট্রীয় কৃত্রিম বুদ্ধিমত্তা মন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়। তার দায়িত্ব হলো দেশের সরকারি ক্রয় ব্যবস্থা সম্পূর্ণ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করা। রামা আশা প্রকাশ করেন, ২০২৬ সালের শেষ নাগাদ এই ব্যবস্থা পুরোপুরি কার্যকর হবে। রামা আরও মজার ছলে বলেন, উদাহরণস্বরূপ, আপনি যদি কফি খেতে যান আর ফিরে আসতে ভুলে যান, এই সন্তান আপনাকে জানাবে- আপনার অনুপস্থিতিতে কী বলা হয়েছে এবং কাকে জবাব দিতে হবে।
ডিয়েলা প্রথম চালু হয়েছিল এ বছরের জানুয়ারিতে ই-আলবেনিয়া প্ল্যাটফর্মে একটি ভার্চুয়াল সহকারী হিসেবে। সেখানে সে নাগরিক ও ব্যবসায়ীদের সরকারি নথি পেতে সাহায্য করে। ডিজিটাল চিত্রে তাকে ঐতিহ্যবাহী আলবেনীয় পোশাক পরা এক নারী হিসেবে দেখানো হয়। আলবেনিয়া বিশ্বের প্রথম দেশ, যারা আনুষ্ঠানিকভাবে একটি এআই সত্তাকে মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে। মানব মন্ত্রীর মতো নয়, ডিয়েলা পুরোপুরি ডিজিটাল, কোড ও পিক্সেল দিয়ে তৈরি- যা শাসন ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তার সংযোজনের এক ঐতিহাসিক মাইলফলক চিহ্নিত করেছে।
বাংলাদেশ সময়: ২২:৫১:২২ ৪৩ বার পঠিত