বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫

সুপার ওভারে ১ রানে হার বাংলাদেশের

প্রথম পাতা » খেলা » সুপার ওভারে ১ রানে হার বাংলাদেশের
বুধবার, ২২ অক্টোবর ২০২৫



সুপার ওভারে ১ রানে হার বাংলাদেশের

সুপার ওভারে জয়ের জন্য ১১ রান দরকার ছিলো বাংলাদেশের। প্রথম বলে পাঁচ রানও সংগ্রহ করেছিলেন সৌম্য সরকার ও সাইফ হাসান। যদিও যার মধ্যে একটি ওয়াইড ও একটি নো বল করেছিলেন আখিল হোসেন। এরপরেও পরের পাঁচ বলে ছয় রান সংগ্রহ করতে পারেননি বাংলাদেশের দুই ব্যাটার। সৌম্য উইকেট বিলিয়েছেন বাউন্ডারিতে। আর সাইফ তিন বল খেলে করেছেন মাত্র ১ রান। এতেই সুপার ওভারে ১ রানে হেরে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া করলো বাংলাদেশ।

মোস্তাফিজুর রহমানের করা সুপার ওভারে এক উইকেট হারিয়ে ১০ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। পাঁচ বলে নয় রান করেন সাই হোপ।

এর আগে শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের জয়ের জন্য প্রয়োজন ছিল ৫ রান। এই রান ডিফেন্ড করতে সাইফ হাসানের ওপর ভরসা রাখেন মিরাজ। প্রথম দুই বল ডট করেন এই স্পিনার। তৃতীয় ও চতুর্থ বলে এক রান করে নেন আকিল ও হোপ। পঞ্চম বলে আকিলকে বোল্ড করেন সাইফ। ফলে শেষ বলে সমীকরণ দাঁড়ায় ৩ রানে। সাইফের করা শেষ বলে পেয়েরি ঠিকমতো খেলতে না পারায় বল উপরে উঠে যায়, দৌড়ে সোহান বলে নিচে গেলেও গ্লাভসে জমাতে পারেননি। ২ রান নিয়ে ম্যাচ ড্র করে উইন্ডিজ। ফলে খেলা গড়ায় সুপার ওভারে। বাংলাদেশের ইতিহাসে তিন ফরম্যাট মিলিয়ে এটাই প্রথম ড্র।

মিরপুরে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৩ রান করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেছেন সৌম্য সরকার। জবাবে খেলতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২১৩ রান করে উইন্ডিজ।

বাংলাদেশ সময়: ০:১৯:১১   ৫৭ বার পঠিত