মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

উত্তপ্ত লাদাখ, গ্রেপ্তার আন্দোলনের নেপথ্য নায়ক সোনম ওয়াংচুক

প্রথম পাতা » আন্তর্জাতিক » উত্তপ্ত লাদাখ, গ্রেপ্তার আন্দোলনের নেপথ্য নায়ক সোনম ওয়াংচুক
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫



উত্তপ্ত লাদাখ, গ্রেপ্তার আন্দোলনের নেপথ্য নায়ক সোনম ওয়াংচুক

ভারতের উত্তর সীমান্তে অবস্থিত শান্ত ও মনোরম বলে খ্যাত অঞ্চলের নাম লাদাখ। যা বর্তমানে পূর্ণ রাজ্যের মর্যাদা এবং সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতাভুক্তির দাবিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে। সরকারের দাবি, লাদাখকে অশান্ত করতে মুখ্য ভূমিকায় আছেন শিক্ষাবিদ ও পরিবেশ কর্মী সোনম ওয়াংচুক। আন্দোলনকারীদের উস্কানি দেয়ার অভিযোগে শুক্রবার তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে বিদেশি আইন লঙ্ঘনের অভিযোগে তার ‘স্টুডেন্ট এডুকেশন অ্যান্ড কালচারার মুভমেন্ট অব লাদাখ’ (এসইসিএমওএল)- এর লাইসেন্স বাতিল করে সরকার। পৃথক রাজ্য গঠন ও লাদাখকে সংবিধানের ষষ্ঠ তফসিলভুক্ত করার দাবিতে আন্দোলনকারী জনতার সঙ্গে নিরাপত্তারক্ষীদের সংঘর্ষে বুধবার লেহতে চারজন নিহত ও আহত হন ৮০ জন। আন্দোলন শুরুর দুই দিন পর ওয়াংচুককে গ্রেপ্তার করলো লাদাখ পুলিশ। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

বৃহস্পতিবারই ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বহু নেতা সোনমকে অনশন প্রত্যাহারের আহ্বান জানালেও তিনি তা শোনেননি। আরব বসন্তের কায়দায় বিক্ষোভে উস্কানি দিয়ে গেছেন। শুধু তাই নয়, নেপালের জেন-জি আন্দোলনের উল্লেখ করে জনগণকে বিভ্রান্ত করেছেন। বিবৃতিতে আরও বলা হয়েছিল, সোনমের উস্কানিমূলক বক্তৃতায় উদ্বুদ্ধ হয়ে একদল জনতা অনশনস্থল ত্যাগ করে হিংসাত্মক আন্দোলনে যোগ দেন। একটি রাজনৈতিক দলের কার্যালয়ের পাশাপাশি লেহ-এর সরকারি দপ্তরেও হামলা চালানো হয়েছে। এটা স্পষ্ট যে, সোনমের উস্কানিমূলক মন্তব্যের কারণেই জনতা প্রভাবিত হয়েছেন।

সোনম ওয়াংচুকের জীবন ও কাজের অনেকটাই ‘থ্রি ইডিয়টস’ সিনেমায় র‌্যাঞ্চো চরিত্রের আদলে উঠে এসেছে। সিনেমার র‌্যাঞ্চো যে শিক্ষার জন্য কাজ করেছিলেন, তার সঠিক প্রমাণ হলো সোনম ওয়াংচুকের কর্মযজ্ঞ। তিনি প্রথমে লাদাখে শিক্ষাব্যবস্থার উন্নতির জন্য বিভিন্ন উদ্ভাবনী পদ্ধতি নিয়ে কাজ শুরু করেন, পরে পরিবেশ সচেতনতা ও টেকসই উন্নয়ন নিয়ে এগিয়ে যান। তার উদ্যোগে নির্মিত ‘ওয়াংচুক সোলার’ একটি অনন্য উদাহরণ যেখানে পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। তিনি লাদাখের প্রাকৃতিক পানিসম্পদ সংরক্ষণে একটি নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছেন। যা ‘আইস স্টুপা’ নামে পরিচিত। এই পদ্ধতিতে বরফের স্টুপা তৈরি করে পানি মজুত করা হয়, যা সামগ্রিকভাবে পানি সংকট মোকাবিলার একটি দুর্দান্ত উদাহরণ। এটি লাদাখের বাসিন্দাদের পানির সমস্যা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সোনম ওয়াংচুকের উদ্ভাবন লাদাখের কৃষকদের জন্য এক আশার আলো হয়ে দাঁড়িয়েছে।

১৯৬৬ সালে জম্মু ও কাশ্মীর (বর্তমানে লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল)-এর লেহ জেলার আলচি গ্রামে জন্মগ্রহণ করেন সোনম। একজন শিক্ষাবিদ হিসেবে তার সবচেয়ে বড় অবদান হলো লাদাখের ছাত্র শিক্ষামূলক ও সাংস্কৃতিক আন্দোলন প্রতিষ্ঠা। ১৯৮৮ সালে একদল ছাত্রকে সঙ্গে নিয়ে তিনি এই আন্দোলন শুরু করেন। তার নেতৃত্বে লাদাখের সরকারি স্কুল শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের সংস্কার আনা হয়, যা ‘অপারেশন নিউ হোপ’ নামে পরিচিত। এর ফলে বহু পিছিয়ে পড়া ছাত্রছাত্রী শিক্ষার মূল স্রোতে ফিরে আসে। তার এই কাজই তাকে ২০১৮ সালে ম্যাগসেসে পুরস্কার এনে দেয়। বলিউড চলচ্চিত্র ‘থ্রি ইডিয়টস’-এর কেন্দ্রীয় চরিত্র র‌্যাঞ্চো আংশিকভাবে তার জীবন ও কাজ থেকে অনুপ্রাণিত।

সোনম ওয়াংচুক বর্তমানে একজন পরিবেশকর্মী ও সমাজকর্মী হিসেবে পরিচিত, যিনি লাদাখের অধিকার ও পরিবেশ সুরক্ষার জন্য আন্দোলন করছেন। লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার পর সেখানকার মানুষ যে প্রতিশ্রুত সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত, সেই দাবিতে তিনি দীর্ঘদিন ধরে সরব। তার প্রধান দাবিগুলো হলোÑ লাদাখকে ভারতীয় সংবিধানের ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্ত করে আদিবাসী মর্যাদা এবং ভূমি ও কর্মসংস্থান সুরক্ষা নিশ্চিত করা। লাদাখের জন্য রাজ্যের মর্যাদা প্রদান করা। এই দাবিগুলো নিয়ে আলোচনা ব্যর্থ হওয়ার পর তিনি অনশন কর্মসূচি শুরু করেন।

এই অনশন চলাকালীন, লাদাখকে রাজ্য এবং ষষ্ঠ তফসিলের দাবিতে হওয়া আন্দোলনে উত্তেজনা ছড়ায়। সম্প্রতি লেহ শহরে প্রতিবাদ হিংসাত্মক রূপ নিলে চারজনের মৃত্যু এবং বহু মানুষ আহত হন। সরকারের পক্ষ থেকে এই সহিংসতার জন্য সরাসরি সোনম ওয়াংচুকের ‘উস্কানিমূলক বক্তব্য’ এবং অনশনকেই দায়ী করা হয়েছে। অন্যদিকে ওয়াংচুক এই ঘটনাকে বিজেপি’র প্রতিশ্রুতি ভঙ্গের ফল এবং যুবসমাজের স্বতঃস্ফূর্ত ক্ষোভের বহিঃপ্রকাশ বলে অভিহিত করেছেন।

বাংলাদেশ সময়: ২৩:১৫:৩৩   ২৪ বার পঠিত