মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

খাগড়াছড়িতে ত্রিপুরা কিশোরীকে ধর্ষণের অভিযোগে চার যুবক গ্রেফতার

প্রথম পাতা » অপরাধ » খাগড়াছড়িতে ত্রিপুরা কিশোরীকে ধর্ষণের অভিযোগে চার যুবক গ্রেফতার
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫



খাগড়াছড়িতে ত্রিপুরা কিশোরীকে ধর্ষণের অভিযোগে চার যুবক গ্রেফতার

খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোন ছড়া এলাকায় ত্রিপুরা কিশোরীকে ধর্ষণের অভিযোগে চার যুবককে গ্রেফতার করা হয়েছে।বুধবার (১৬ জুলাই) রাতে সদর থানায় একটি মামলা দায়ের হলে ধর্ষণ অভিযোগের বিষয়টি জানাজানি হয়।

এর আগে, থানায় ছয়জনকে অভিযুক্ত করে মামলা করেন ভুক্তভোগীর বাবা। পরে ভোররাতের দিকে ৪ জনকে আটক করে পুলিশে দেয় সেনাবাহিনী। আরও দু’জনকে ধরতে অভিযান চলছে বলেও জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

অভিযোগে বলা হয়, গত ২৭ জুন রথযাত্রা মেলায় অংশ নেয়ার পর রাতে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেয় ভুক্তভোগী কিশোরী। সেখানেই গভীর রাতে ছয়জন যুবক ঘরে ঢুকে ভুক্তভোগীর আত্মীয়দের বেঁধে রেখে তাকে ধর্ষণ করে। তবে অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্তরা।

বাংলাদেশ সময়: ৩:৩৯:২৬   ৪৪ বার পঠিত