বুধবার, ২১ মে ২০২৫

‘চুক্তি হোক বা না হোক, ইরান পরমাণু সমৃদ্ধকরণ অব্যাহত রাখবে’

প্রথম পাতা » আন্তর্জাতিক » ‘চুক্তি হোক বা না হোক, ইরান পরমাণু সমৃদ্ধকরণ অব্যাহত রাখবে’
সোমবার, ১৯ মে ২০২৫



‘চুক্তি হোক বা না হোক, ইরান পরমাণু সমৃদ্ধকরণ অব্যাহত রাখবে’

ইউরেনিয়াম সমৃদ্ধের বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছে ইরান। রোববার দেশটির পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাগচি বলেন, চুক্তি হোক বা না হোক, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি চায় ইরান পারমাণবিক অস্ত্রের অধিকারী হবে না, সেক্ষেত্রে আলোচনা করা যাবে। তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত থাকবে। সেক্ষেত্রে চুক্তি হওয়া বা না হওয়াতে কিছু যায় আসে না। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। ইরান বর্তমানে ৬০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। যা ২০১৫ সালের চুক্তিতে নির্ধারিত ৩ দশমিক ৬৭ শতাংশের বেশি। তবে পারমাণবিক ওয়ারহেডের জন্য ৯০ শতাংশ ইউরেনিয়াম প্রয়োজন।

তেহরান বলছে, সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশেই পরমাণু সমৃদ্ধ করছে তারা। দেশটির তরফে আরও বলা হয়, শান্তিপূর্ণ উদ্দেশে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়ার অধিকার ‘আলোচনাযোগ্য নয়’। বুধবার ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি পুনর্ব্যক্ত করেন যে, ইরান পারমাণবিক ‘সামরিকীকরণ’ চায়না। তিনি আরও বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার তত্ত্বাবধানে রয়েছে। তিনি বলেন, ইউরোপের যদি ইরানের সঙ্গে চলমান সমস্যা সমাধানের ইচ্ছা থাকে, তাহলে ইরান পারস্পরিক আস্থা ও সম্পর্ক সম্প্রসারণের ক্ষেত্রে কোনো বাধা দেখছেনা। শুক্রবার যুক্তরাষ্ট্র-ইরান পারমাণবিক আলোচনার অবস্থা নিয়ে আলোচনার জন্য ইরানের কর্মকর্তারা বৃটেন, ফ্রান্স ও জার্মানির কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। ২০১৫ সালের পারমাণবিক চুক্তি বাতিলের পর থেকে ওয়াশিংটনের সঙ্গে পারমাণবিক চুক্তির বিষয়ে চার দফা আলোচনা করেছে তেহরান। তবে দুই পক্ষের কেউই কোনো সুরাহাতে পৌঁছাতে পারেনি।

বাংলাদেশ সময়: ২১:৪৫:৫৩   ৩৪ বার পঠিত