
স্বপন সওদাগর জয়পুরহাট।
জয়পুরহাটে শতভাগ মেধা ও যোগ্যতায় পুলিশের ট্রেইনি রিক্রুট কনেস্টেবল(টিআরসি) পদে ১৩ জন তরুন - তরুণী চাকুরি পেয়েছেন।
কেবল অনলাইন আবেদন সহ জনপ্রতি খরচ ১১০ টাকা।
বৃহস্পতিবার (১৫ মে) জয়পুরাট পুলিশ লাইনে নতুন নিয়োগ প্রাপ্ত তরুণ তরুণীদেন চুড়ান্ত পরিক্ষা ফলাফল ঘোষণা করেন পুলিশ সুপার মুহাম্মদ আব্দুল ওহাব।
এসময় তাদের ফুল দিয়ে বরন করেন।
কোন প্রকার হয়রানি ঘুষ বানিজ্য
ছাড়াই প্রত্যেকেই গর্বিত পুলিশ সদস্য হতে পেরেছে এমনটাই ব্যক্ত করেছেন হতদরিদ্র পরিবার হতে উঠে আসা এসব তরুন-তরুনী।
পুলিশ সুপার মুহাম্মদ আব্দুল ওহাব বলেন স্বিয় যোগ্যতার মাপকাঠিতে ১৩ জন তরুন -তরুণী চাকরি পেয়েছেন।
বাংলাদেশ সময়: ১৭:৫৫:৪১ ৪৭ বার পঠিত