
স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ রাজবাড়ীতে রুপল শেখ (৩০) হত্যা মামলায় ৪ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত রুপল শেখ সদর উপজেলার রাজাপুর গ্রামের জিন্নাত শেখের ছেলে। তিনি দুই সন্তানের পিতা ও পেশায় ভ্যান চালক ছিলেন।
গ্রেফতার হত্যা মামলার আসামীরা হলো, সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের
রুকমান বিশ্বাসের ছেলে মোঃ জহিরুদ্দিন বিশ্বাস (৬৫), মৃত. ফেলু বিশ্বাসের ছেলে মোঃ মৈজদ্দি বিশ্বাস (৫৫), মৃত. ফেলু বিশ্বাসের ছেলে মোঃ ফরহাদ বিশ্বাস (৪৫),
আব্দুল খালেক মোল্লার ছেলে মোঃ মুন্নু মোল্লা (৫০)।
শনিবার (১৭মে) গ্রেফতারকৃত আসামীদেরকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
জানাগেছে, গত শুক্রবার নিহত রুপল শেখকে মিথ্যা চুরির অপবাদ দিয়া বাদীর দায়েরকৃত এজাহারে উল্লেখিত সকল আসামীগন একত্রে লোহার রড ও বাঁশের লাঠি দিয়া এলোপাথারী ভাবে মারধর করে আশংকাজনক অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। ওইসময় স্থানীয় লোকজন ভিকটিম রুপলকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করিলে সেখানকার চিকিৎসক তাহাকে মৃত ঘোষনা করেন। পরবর্তীতে এই সংক্রান্তে রাজবাড়ী সদর থানার মামলা রুজু হয়।
বাদীর এজাহার প্রাপ্ত হয়ে সদর থানা পুলিশ সদর উপজেলার রাজাপুর গ্রামে অভিযান পরিচালনা করে এজাহার নামীয় আসামীদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
সেইসাথে হত্যা কান্ডের সহিত জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে।
রাজবাড়ী জেলা পুলিশ গুরুত্বপূর্ন অপরাধ উদ্ঘাটনে সদা বদ্ধপরিকর। ইতিমধ্যে জেলায় সংঘটিত বিভিন্ন অপরাধ দ্রুততার সাথে উদঘাটন করেছে।
বাংলাদেশ সময়: ১৫:৫২:৩২ ১০৯ বার পঠিত