
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বোমা হামলার হুমকি উড়িয়ে দিয়ে ইরান তার ভূগর্ভস্থ মিসাইল ভান্ডার প্রস্তুত করছে। পরমাণু চুক্তি সই না কলে বোমা বর্ষণের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। রবিবার দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “ওরা ( ইরান ) যদি কোনও চুক্তি না করে, তাহলে বোমা হামলা হবে। এমন একটি বোমা হামলা হবে, যা আগে কখনো দেখা যায়নি।” তিনি আরও সতর্ক করেন যে তিনি ইরানের ওপর “দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা” আরোপ করবেন। আর এরপরই নড়েচড়ে বসেছে ইরান। নিজেদের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরগুলিতে সব মিসাইল লঞ্চারে ক্ষেপণাস্ত্র লোড করে বসে আছে ইরান। এই দাবি করা হয়েছে তেহরান টাইমসের একটি রিপোর্টে।
এক পোস্টে বলা হয়েছে, ‘তেহরান টাইমসের কাছে পাওয়া তথ্য ইঙ্গিত দিচ্ছে যে, ইরানের সব ক্ষেপণাস্ত্রগুলো ভূগর্ভস্থ শহরগুলির লঞ্চারে লোড করা আছে এবং সেগুলি উৎক্ষেপণের জন্য প্রস্তুত। প্যান্ডোরার বাক্স খুলতে গেলে মার্কিন সরকার ও তার মিত্রদের চরম মূল্য দিতে হবে।’ ইরানি কর্মকর্তারা ভূগর্ভস্থ বাঙ্কারগুলির বিশদ বিবরণ দিয়ে বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করেছেন। তাতে দেখা গিয়েছে, খেইবার শেকান (রেঞ্জ - ৯০০ মাইল), হাজ কাসেম (রেঞ্জ - ৮৫০ মাইল), গদর-এইচ (রেঞ্জ - ১,২৪০ মাইল), সেজিল (রেঞ্জ - ১,৫৫০ মাইল) এবং ইমাদ (রেঞ্জ - ১,০৫০ মাইল)-এর মতো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্যে তৈরি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “আমরা আলোচনা এড়িয়ে যাই না, প্রতিশ্রুতিভঙ্গই এখনও পর্যন্ত আমাদের জন্য সমস্যা তৈরি করেছে।” পাশাপাশি বলেন, “ওদেরকেই (আমেরিকা) ওদের বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে হবে।”
২০১৫ সালে বারাক ওবামার জমানায় ইরানের সঙ্গে তিন বছরের পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি করা হয়েছিল। যার ফলে, ইরান পরমাণু অস্ত্র তৈরি বন্ধ রাখলে তেহরানের উপর বসানো বিপুল আর্থিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। চুক্তির ফলে শুধুমাত্র পরমাণু বিদ্যুতের জন্য নির্দিষ্ট পরিমাণ ইউরেনিয়াম ব্যবহার করতে পারত ইরান, পাশাপাশি ১০ হাজার কোটি ডলারের সম্পত্তি ফিরে পেয়েছিল তারা। তবে এই চুক্তির বিরুদ্ধে ছিলেন ট্রাম্প। ২০১৮ সালে ক্ষমতায় এসেই এই চুক্তি ভেঙে বেরিয়ে আসেন ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পরে আবার কড়া তেহরান বিরোধী অবস্থান নিয়েছে হোয়াইট হাউস। অনেকে মনে করছেন আরও এক মহাযুদ্ধের পথে এগোতে চলেছে বিশ্ব! আমেরিকা ও ইরানের মধ্যে চলতে থাকা সংঘাত এবার সরাসরি যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩:২৮:৫৫ ১০৯ বার পঠিত