গ্রেফতারের ৩দিন পরই ডিবি হারুন সিন্ডিকেটের প্রধান সাদেকের জামিন

প্রথম পাতা » জাতীয় » গ্রেফতারের ৩দিন পরই ডিবি হারুন সিন্ডিকেটের প্রধান সাদেকের জামিন
বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫



গ্রেফতারের ৩দিন পরই ডিবি হারুন সিন্ডিকেটের প্রধান সাদেকের জামিন

ব্যবসায়ীকে অপহরণ করে ডিবি অফিসে নিয়ে ছয় কোটি টাকা চাঁদা আদায় চেষ্টার মামলায় গ্রেফতারের তিনদিন পরই জামিন পেলেন সাবেক ডিবিপ্রধান হারুন অর রশিদ সিন্ডিকেটের প্রধান এস.এস. গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবু সাদেক।

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম ইসরাত জেনিফার জেরিনের আদালত থেকে তিনি জামিন পেয়েছেন।

আদালতে রমনা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই জিন্নাত বলেন, আসামিকে গত ২ ফেব্রুয়ারি রাতে রাজধানীর মোহাম্মদপুরের নিজ বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। পরদিন ৩ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। বুধবার এ মামলার আসামি আবু সাদেক জামিন পেয়েছেন।

এর আগে গত ২৩ জানুয়ারি রমনা থানায় মামলা দায়ের করেন অপহরণের ভুক্তভোগী জুলফিকার আলী নামের এক ব্যবসায়ী।

সাদেক ছাড়া মামলার অন্য আসামিরা হলেন-সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ, গোয়েন্দা পুলিশের সাবেক ডিসি গোলাম সবুর, তৎকালীন অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ ও আবু সাদেকের ম্যানেজার মো. শামিম। এছাড়া অজ্ঞাত আসামি ৫-৭ জনকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ২০২৩ সালে ১৩ ফেব্রুয়ারি ব্যবসায়ী জুলফিকারকে অপহরণ করে ডিবি কার্যালয়ে নিয়ে যান। সেখানে তাকে নির্যাতন করে ৬ কোটি টাকা দাবি করা হয়। টাকা দেওয়ার জন্য এক সপ্তাহ সময় দেওয়া হয়। পরবর্তীতে আরও দুইবার ডিবি কার্যালয়ে এবং ধানমন্ডির ১ নম্বর রোডে অবস্থিত ড্রিমস বিউটি পার্লার ও ফিটনেস ক্লাবে নিয়ে নির্যাতন করা হয়। ওই বিউটি পার্লারটি আবু সাদেকের সিন্ডিকেটের সদস্যদের আড্ডার স্থান। সেখানে বসে ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণসহ আসামিরা বিভিন্ন অপহরণ ও চাঁদাবাজির পরিকল্পনা করতেন বলে অভিযোগ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৪৩:৫১   ১০৪ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


দুবাইয়ে ১২শ কোটি টাকা পাচার সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বিরুদ্ধে সিআইডির মামলা
শেখ হাসিনা-জয়ের বিরুদ্ধে দুদকের রেড অ্যালার্ট
তারেক রহমান দেশে ফেরার তথ্য জানালে উদ্যোগ নেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
জি এম কাদের ও তার স্ত্রীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা
শেখ হাসিনার মামলায় রাজসাক্ষী মামুনের জেরা শুরু
১০ বিচারকের বদলির আদেশ
কারাগার থেকে ভার্চুয়ালি হাজিরা দিলেন সাবেক ৯ মন্ত্রীসহ ২৪ আসামি
কাকরাইলে সংঘর্ষ নিয়ে সেনাবাহিনীর ব্যাখ্যা
নুরুল হকের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা
হাসিনার তত্ত্বাবধায়ক সরকার চাওয়া, ভূতের মুখে রাম নাম : অ্যাটর্নি জেনারেল

Law News24.com News Archive

আর্কাইভ