শনিবার, ৩০ আগস্ট ২০২৫

সাবেক ওসি পালানোর ঘটনায় বর্তমান ওসিকে প্রত্যাহার

প্রথম পাতা » প্রধান সংবাদ » সাবেক ওসি পালানোর ঘটনায় বর্তমান ওসিকে প্রত্যাহার
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫



সাবেক ওসি পালানোর ঘটনায় বর্তমান ওসিকে প্রত্যাহার

পুলিশ হেফাজত থেকে উত্তরা পূর্ব থানা থেকে সাবেক ওসি শাহ আলম পালানোর ঘটনায় বর্তমান ওসিকে প্রত্যাহার করা হয়েছে। এর আগে এ ঘটনায় এএসাই সাজ্জাদকে সাময়িক বরখাস্ত করা হয়।

শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় ওসি মো. মহিবুল্লাহকে ক্লোজ করে সদরদপ্তরে সংযুক্ত করার কথা জানিয়েছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

বৃহস্পতিবার দুপুরে উত্তরা পূর্ব থানা হেফাজত থেকে পালিয়ে যান শাহ আলম, যাকে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আগের দিন কুষ্টিয়া থেকে গ্রেফতার করা হয়েছিল।

শুক্রবার দুপুরে ওসি মহিবুল্লাহ বলেন, পলাতক শাহ আলমকে ধরতে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে। তথ্যপ্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে। আশা করছি, খুব দ্রুতই ভালো খবর দিতে পারব।

সাবেক ওসি শাহ আলম পালিয়ে যাওয়ার ঘটনায় বৃহস্পতিবার একটি মামলাও করা হয়েছে বলে জানান তিনি।

পুলিশ কর্মকর্তারা জানান, শাহ আলম কুষ্টিয়ার প্রশিক্ষণ কেন্দ্রে কর্মরত ছিলেন। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। সরকার পরিবর্তনের পর তাকে সেখানে বদলি করা হয়েছিল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১ আগস্ট উত্তরা পূর্ব থানায় ওসি হিসেবে যোগ দিয়েছিলেন শাহ আলম। আন্দোলনের সময়কার ভূমিকা নিয়ে গত ২ সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় দায়ের করা হত্যা মামলায় তাকে আসামি করা হয়।

বাংলাদেশ সময়: ১:২১:০৩   ১২৪ বার পঠিত