বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

গাজায় ইসরাইলের হামলা চলছেই, দেইর আল বালাহ অঞ্চলে নিহত ২২

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজায় ইসরাইলের হামলা চলছেই, দেইর আল বালাহ অঞ্চলে নিহত ২২
সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪



গাজায় ইসরাইলের হামলা চলছেই, দেইর আল বালাহ অঞ্চলে নিহত ২২

ফিলিস্তিনের গাজায় ইসরাইলের নৃশংসতা চলছেই। শনিবার ইসরাইলের বিমান হামলায় উপত্যকাটিতে কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে অভিযান পরিচালনার নামে গাজায় বেসামরিকদেরও হত্যা করছে তেল আবিব। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এতে বলা হয়, ত্রাণ সহায়তা সংগ্রহের সময় মধ্য গাজার দেইর আল বালাহ অঞ্চলের কাছে একটি জনসমাগমকে লক্ষ্য করে হামলা চালায় ইসরাইল। এতে ১০ গাজাবাসী নিহত হয়েছেন। হামলার স্থান থেকে হতাহতদের পায়ে হেঁটে, রিকশা ও প্রাইভেটকারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এই হামলায় হামাসের প্রশাসনিক কমিটির প্রধান দিয়ার আলী আল জারু নিহত হয়েছেন বলে জানিয়েছে সংগঠনটি। ইসরাইল বলছে, আল জারু দেইর আল বালাহর মেয়রের দায়িত্বে ছিলেন। তাকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। কেননা তিনি হামাসের যোদ্ধাদের সাহায্য করছিলেন। অঞ্চলটিতে পৃথক আরেক হামলায় আরও চার গাজাবাসী নিহত হয়েছেন।

এর আগে হামাসের একটি ত্রাণ-গুদামে বিমান হামলা চালায় ইসরাইল। ইসরাইল প্রতিরক্ষা বাহিনী বলছে, গত শুক্রবার সেখান থেকে তাদের লক্ষ্য করে গুলি বর্ষণ করেছে হামাসের যোদ্ধারা। যার পরিপ্রেক্ষিতে ওই গুদামে হামলা চালিয়েছে ইসরাইল। এছাড়া গাজার একটি শরণার্থী শিবিরে ইসরাইলের বোমা বর্ষণে এক নারীসহ সাত জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। হতাহতের মধ্যে সাধারণ মানুষ এবং হামাস যোদ্ধাদের পরিসংখ্যান স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

বাংলাদেশ সময়: ২০:৩৬:৫১   ১৭৮ বার পঠিত