শনিবার, ৩০ আগস্ট ২০২৫

আলীকদম বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার ।

প্রথম পাতা » শিরোনাম » আলীকদম বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার ।
বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪



---

মোহাম্মদ নাসির উদ্দীন তিজো, বান্দরবন প্রতিনিধি:

বান্দরবানের আলীকদম উপজেলায় আলীকদম বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগের দায়ে প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে শিক্ষক মোহাম্মদ বদিউল আলমকে বিদ্যালয়স্থ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে আলীকদম থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেছেন৷ তিনি আরো বলেন, এক শিক্ষার্থীর যৌন নির্যাতনের অভিযোগের ভিত্তিতে শিক্ষক মোহাম্মদ বদিউল আলমকে (৪৮) গ্রেফতার করা হয়েছে। বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী শিক্ষার্থী জানায়, ঐ ছাত্রীকে গত ৯ মে স্কুল চলাকালে ও বিভিন্ন সময় শ্লীলতাহানি ও জড়িয়ে ধরে চুমু দেওয়ার চেষ্টা করেছে। পরে সেই ছাত্রী বাদি হয়ে সেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে আলীকদম থানায় মামলা করেন। ভিকটিমের বাবা বলেন, আমার মেয়ে প্রধান শিক্ষকের লালসার শিকার হয়েছে। জানি না কত মেয়ের সাথে এমন জঘন্য কাজ করেছে এই শিক্ষক। এই শিক্ষকের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করছি।

বিগত ৪ জুন ২০২৪ইং যৌন হয়রানির ও হেনস্থার প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীরা মানববন্ধনের চেষ্টা করলে বিদ্যালয় পরিচালনা কমিটি ও মাধ্যমিক শিক্ষা অফিসারের আশ্বাসে বালিকা উচ্চ বিদ্যালয়ের চলমান সকল সমস্যা সমাধান করা হবে বলে জানালে শিক্ষার্থীরা মানববন্ধন স্থগিত করে।

বাংলাদেশ সময়: ১৬:৩৮:২৩   ২৪১ বার পঠিত