সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ চেয়ে আন্দোলন : গ্রেপ্তার ১২ শিক্ষার্থীর জামিন

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ চেয়ে আন্দোলন : গ্রেপ্তার ১২ শিক্ষার্থীর জামিন
রবিবার, ১২ মে ২০২৪



---

সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ বছর চেয়ে আন্দোলনে সংঘর্ষের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার ১২ শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১২ মে) দুপুরে আসামিদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এসময় মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আল আমিন তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। অপরদিকে আসামি পক্ষে আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত প্রত্যেকের দুই হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন।

আদালতে শাহবাগ থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক নিজাম উদ্দিন ফকির বিষয়টি নিশ্চিত করেছেন।

জামিন পাওয়া শিক্ষার্থীরা হলেন- চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ চাই কমিটির যুগ্ম আহ্বায়ক মো. মামুন রশিদ রতন, সদস্য সচিব মো. রাসেল, হুমায়ন কবির, মানিক দাস, আল আমিন, শেখ ফরিদ, আজম মোহাম্মদ, মো. সাদ্দাম হোসেন, আব্দুল হাকিম, রিমা আক্তার, শারমিন আক্তার দৃষ্টি, ফাতেমা আক্তার।

এর আগে সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ বছর দাবি করা ১৪ আন্দোলনকারীর বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করে পুলিশ। শাহবাগ থানার উপ-পরিদর্শক এম এলিস মাহমুদ বাদী হয়ে এ মামলা করেন। মামলায় অবৈধভাবে জনতাবদ্ধ হয়ে সড়ক অবরোধ, অগ্নিসংযোগ ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪০০/৫০০ জনকে আসামি করা হয়।

বাংলাদেশ সময়: ২০:২৭:১৯   ১৬৯ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


হিযবুত তাহরীরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার জবি শিক্ষার্থী রিমান্ডে
রিমান্ড শেষে কারাগারে কক্সবাজারের সাবেক এমপি জাফর
সালমান ও তার পরিবারের সদস্যদের শেয়ার অবরুদ্ধের আদেশ
ডিবির হারুনের ঘনিষ্ঠ জাহাঙ্গীরসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
লুক্সেমবার্গে আজিজ খানের শেয়ার অবরুদ্ধের আদেশ ঢাকার আদালতের
দিনদুপুরে নারীকে টেনেহিঁচড়ে নেওয়ার সেই ঘটনা তদন্তের নির্দেশ
নাসির-তামিমার মামলায় বিব্রত আদালত
পারভেজ হত্যার প্রধান আসামি মেহেরাজ ৫ দিনের রিমান্ডে
কাজী নাবিল পরিবারের ৩৬২ একর জমি ক্রোক, যুক্তরাষ্ট্রের বিনিয়োগ অবরুদ্ধ
কাঠগড়ায় ফুঁপিয়ে কাঁদলেন তুরিন আফরোজ, সান্ত্বনা দিলেন ইনু

Law News24.com News Archive

আর্কাইভ