যাচাই-বাছাই শেষ, সংসদে উঠছে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন বিল

প্রথম পাতা » জাতীয় সংসদ » যাচাই-বাছাই শেষ, সংসদে উঠছে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন বিল
বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩



 

---

সংসদীয় কমিটির যাচাই-বাছাই শেষে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন বিল সংসদে তোলা হচ্ছে। অর্থাৎ এই সংসদ অধিবেশনে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন বিল পাস হবে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে একাদশ জাতীয় সংসদের ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৩১তম বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ সভাপতিত্ব করেন।

বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান, মো. হাবিবর রহমান, পীর ফজলুর রহমান, নূর মোহাম্মদ, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এবং রুমানা আলী অংশগ্রহণ করেন।

সংসদ সচিবালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ‘জাতীয় পরিচয়পত্র নিবন্ধন বিল, ২০২৩’ পরীক্ষা করে রিপোর্ট প্রদান সংক্রান্ত বিস্তারিত আলোচনা হয়েছে। বিলটি পরীক্ষা-নিরীক্ষাপূর্বক কিছু সংযোজন, সংশোধন ও পরিমার্জনের পর জাতীয় সংসদে পাসের উদ্দেশ্যে সংশোধিত আকারে উত্থাপনের জন্য সুপারিশ করা হয়েছে।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, সুরক্ষা সেবা বিভাগের সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব ও এনআইডি অনুবিভাগের মহাপরিচালক নিজ নিজ দপ্তরের কার্যক্রম সম্পর্কে বক্তব্য দেন। এছাড়া, দুই বিভাগের আওতাধীন সংস্থার কর্মকর্তাসহ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:২৩:০১   ২৫৯ বার পঠিত  




জাতীয় সংসদ’র আরও খবর


চৌধুরী আলম গুম মায়া-জিয়াসহ ১৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
বাতিল ৫০ বিচারকের ভারতে প্রশিক্ষণের সিদ্ধান্ত
কর্মকর্তা কর্মচারীদের মধ্যে অস্থিরতা এখনও স্বাভাবিক হয়নি সংসদ সচিবালয়ের কার্যক্রম
সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যাকাণ্ডের তদন্তে গভীরে যেতে হচ্ছে : আইনমন্ত্রী
৭৩টি বিশেষায়িত অগ্নিনির্বাপণ প্রকল্প নেওয়া হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
সংসদের ১২টি স্থায়ী কমিটি গঠন, একটির সভাপতি জাপা
দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু
দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন ৩০ জানুয়ারি
শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্যরা
দ্বাদশ সংসদের নবনির্বাচিত সংসদসদস্যদের শপথ ১০ জানুয়ারী

Law News24.com News Archive

আর্কাইভ