শনিবার, ৩০ আগস্ট ২০২৫

রাজবাড়ীর দৌলতদিয়ায় একজনকে কুপিয়ে হত্যা

প্রথম পাতা » সারাদেশ » রাজবাড়ীর দৌলতদিয়ায় একজনকে কুপিয়ে হত্যা
সোমবার, ২৩ জুন ২০২৫



---

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় নজরুল বেপারী (৩২) নামে একজনকে  কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সে গোয়ালন্দ উপজেলার ঈমানখান পাড়ার মৃত শাহাজউদ্দিন বেপারীর ছেলে।

সোমবার (২৩ জুন) সকালের  দিকে দৌলতদিয়ার যৌনপল্লী সংলগ্ন মুক্তি মহিলা সমিতি অফিসের সামনে থেকে ওই ব্যবসায়ীর  মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূর্ত্রে জানাগেছে, নিহত নজরুলের বিরুদ্ধে  মাদক মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে, গত রোববার  দিবাগত রাতের কোন একসময় তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

তার শরীরে জখমের চিহ্ন রয়েছে।

হত্যার কারণ উদঘাটন ও এর সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ ।

বাংলাদেশ সময়: ১৮:২৬:৩০   ২০৪ বার পঠিত