
পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার সফলতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দুই দেশের মধ্যে উক্ত ইস্যুতে পঞ্চম দফার আলোচনার প্রস্তাব পর্যালোচনার মধ্যে এ কথা জানালেন তিনি। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেহের নিউজের বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা কোনো চুক্তিতে পৌঁছাবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন খামেনি। বলেছেন, আমি মনে করি না আমেরিকার সঙ্গে পারমাণবিক আলোচনা কোনো ফল বয়ে আনবে। দেশটির সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির স্মরণে অনুষ্ঠিত এক সভায় বক্তৃতাকালে তিনি এ কথা বলেছেন। এ বছরের জানুয়ারিতে দ্বিতীয়বার ক্ষমতায় এসে ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি সীমিত করার ওপর জোর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তার পক্ষ থেকেই প্রথম এ বিষয়ে তেহরানকে আলোচনার টেবিলে আহ্বান জানানো হয়। এ পর্যন্ত চার দফা আলোচনা করেছে উভয় দেশ। তবে এখনও কোনো সুরাহা হয়নি। বর্তমানে পারমাণবিক ইস্যুতে পঞ্চম দফার আলোচনার বিষয়টি পর্যালোচনা করছে তেহরান। মঙ্গলবার দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি এ কথা জানিয়েছেন।
যদিও গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, পারমাণবিক ইস্যুতে ঐকমত্যে পৌঁছানোর খুব কাছাকাছি রয়েছে ওয়াশিংটন ও তেহরান। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি প্রস্তাব দেয়া হয়েছে। তেহরানকে দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ট্রাম্প তেহরানকে লক্ষ্য করে বোমা হামলার কথাও পুনর্ব্যক্ত করেছেন। ইরান যদি যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাজি না হয় তাহলে নতুন করে দেশটির ওপর নিষেধাজ্ঞা দেবে ওয়াশিংটন।
বাংলাদেশ সময়: ১৮:০২:৩০ ২১ বার পঠিত