বুধবার, ২১ মে ২০২৫

ভোলার লালমোহনে পৌর ১,২ও ১১ নং ওয়ার্ড বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রথম পাতা » সারাদেশ » ভোলার লালমোহনে পৌর ১,২ও ১১ নং ওয়ার্ড বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সোমবার, ১৯ মে ২০২৫



---

এম রিয়াজ উদ্দিন, লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে পৌরসভা  বিএনপির  অন্তর্গত ১,২ ও ১১ নং ওয়ার্ড বিএনপির  ত্রি- বার্ষিক সম্মেলন ও মতবিনিময় সভা  অনুষ্ঠিত হয়েছে।

রবিবার  ( ১৮ মে) সন্ধ্যায় পূর্বপাড়া মারকাজুল উলুম কওমী মাদ্রাসা প্রাঙ্গনে জাঁকজমকপূর্ণভাবে এ সম্মেলন ও মতবিনিময় সভা  অনুষ্ঠিত হয়।  লালমোহন পৌরসভা বিএনপির সদস্য সচিব জাকির ইমরান’র সঞ্চালনায় ও আহবায়ক সাদেক মিয়া জান্টু’র সভাপতিত্বে  সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন লালমোহন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শাহরুখ হাফিজ ডিকো, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ ফরিদ উদ্দিন,সোহেল আজিজ শাহিন পাটওয়ারী,  সফিউল্লাহ হাওলাদার প্রমুখ।

অন্যান্যদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য মোশারেফ হোসেন মতিন,লালমোহন পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা: মো.রফিকুল ইসলাম, মিজানুর রহমান হাওলাদার, নিরব হাওলাদার, উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার, সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক প্রভাষক রেজাউর রহমান শাহিন, বিএনপি নেতা ফিরোজ মুন্সী,সিরাজুল ইসলাম মেলেটারী, আ: হক হাওলাদার, মিজান সিকদার, ফরিদুল ইসলাম(এমএ)সহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কাউন্সিলর এবং ডেলিগেটবৃন্দ।

বাংলাদেশ সময়: ২১:০০:১১   ৩৩ বার পঠিত