মঙ্গলবার, ৬ মে ২০২৫

রাজবাড়ীতে হারানো ৬৬ টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি

প্রথম পাতা » সারাদেশ » রাজবাড়ীতে হারানো ৬৬ টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫



---


স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাঁচটি থানায় করা ডায়রির ভিত্তিতে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ৬৬ টি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা পুলিশ ।


জেলা পুলিশ মোবাইল হারানো জিডির ব্যাপারে আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে কাজ করে।


তারই ধারাবাহিকতায় রাজবাড়ী সদর থানার ২২ টি, গোয়ালন্দঘাট থানার ১৫ টি, পাংশা মডেল থানার ১৭ টি, কালুখালী থানার ৯ টি, বালিয়াকান্দি থানার ৩ টি, সর্বমোট ৬৬ টি হারানো মোবাইল জিডির সূত্র ধরে তথ্য প্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন জেলা হতে  মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়।


সেই সাথে যাচাই বাছাই করে প্রকৃত মালিকের নিকট ফোনগুলো  হস্তান্তর করেন রাজবাড়ীর পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন।


বৃহস্পতিবার   (৩০ জানুয়ারী) বেলা বারোটার  রাজবাড়ীর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন সংবাদ সম্মেলন করে প্রকৃত মালিকের হাতে মোবাইল ফোন গুলো  তুলে দেন।


ওইসময় পুলিশ সুপার বলেন, হারানো মোবাইল ফিরে পাবার পর মানুষের মুখে যে হাসি ফুটে সেটি জেলা পুলিশকে কাজে আরো অনুপ্রাণিত করে। হারিয়ে যাওয়া ফোনগুলো হাতে পেয়ে সকলে আবেগ প্রবন হয়ে পড়েন এবং বলেন পুলিশের প্রতি যে আস্থা ছিল তা আরো বহুগুণে বেড়ে গেল আমাদের।


ওই সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, শরীফ আল রাজিব।


এছাড়াও  জেলা পুলিশের  কর্মকর্তাসহ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:০৮:৫০   ১২৬ বার পঠিত