মামলাজট নিরসনে জেলা প্রশাসকদের সক্রিয় অংশগ্রহণ চান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

প্রথম পাতা » প্রধান সংবাদ » মামলাজট নিরসনে জেলা প্রশাসকদের সক্রিয় অংশগ্রহণ চান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪



---

মামলাজট নিরসনে জেলা প্রশাসকের সক্রিয় অংশগ্রহণ থাকবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।


বুধবার (৬ মার্চ) বিকেলে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে জেলা প্রশাসক সম্মেলন উপলক্ষে দেওয়া ভাষণে এ আশা প্রকাশ করেন তিনি।

প্রধান বিচারপতি বলেন, প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো নিজ নিজ অবস্থান থেকে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করা।


তিনি বলেন, আইনের শাসন, ন্যায়বিচার, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, সুশাসন এবং সার্বিক জনকল্যাণ নিশ্চিতে অন্যতম পূর্বশর্ত হচ্ছে রাষ্ট্রের তিনটি অঙ্গের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা। প্রত্যেকে নিজ নিজ কর্মব্যাপ্তির মধ্য থেকে রাষ্ট্রের মালিক তথা জনগণের কল্যাণে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাওয়া।

প্রধান বিচারপতি আরও বলেন, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিচার বিভাগ ও মাঠ প্রশাসন একে অপরের পরিপূরক।


তিনি এই পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সহযোগিতা ভবিষ্যতেও বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন।

বিচার বিভাগের উন্নতির লক্ষ্যে নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগ সুশাসন প্রতিষ্ঠায় নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।


মামলাজট নিরসনে মাঠপ্রশাসক হিসেবে জেলা প্রশাসকদের উচ্চ আদালতের রায় বাস্তবায়নের আহ্বান জানান প্রধান বিচারপতি।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী, মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী।

আরও উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১২:৫৩:৩০   ৩৬৪ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


‘ভারত ফের হামলা না করলে দায়িত্বজ্ঞানহীন কোনো পদক্ষেপ নেবে না পাকিস্তান’
ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
ভারতের হামলায় পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে ৩১
বিচারকের স্বাক্ষর জালিয়াতি করে আসামিকে জামিন, থানায় মামলা
রিমান্ড শেষে কারাগারে অভিনেতা সিদ্দিক
খালেদা জিয়ার জন্য বানানো কারাগারে এখন থাকবেন আওয়ামী লীগ নেতারা
পৃথিবীর সবচেয়ে গোপন নির্বাচন পদ্ধতি, ভ্যাটিকানে শুরু পোপ বাছাই পর্ব
আগ্রাসনের জবাব দিতে সেনাবাহিনীকে অনুমতি দিয়েছে পাকিস্তান
সাবেক এমপি শম্ভুর স্ত্রীর ২ ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Law News24.com News Archive

আর্কাইভ