শনিবার, ৩০ আগস্ট ২০২৫

দৌলতদিয়া - পাটুরিয়া পদ্মানদীতে ফেরি ডুবি

প্রথম পাতা » শিরোনাম » দৌলতদিয়া - পাটুরিয়া পদ্মানদীতে ফেরি ডুবি
বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪



---

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ

দৌলতদিয়া - পাটুরিয়া পদ্মানদীর নৌরুটে রজনীগন্ধা নামে ছোট একটি ফেরি ডুবির ঘটনা ঘটেছে। জানাযায় ফেরিটি নোঙর করা অবস্থায় ডুবে যায়।


স্থানীয় সূএে জানাযায়, মঙ্গলবার (১৬ জানুয়ারী)  আনুমানিক রাত সাড়ে বারোটার দিকে দৌলতদিয়ার ফেরিঘাট থেকে ৯ টি ট্রাক নিয়ে পাটুরিয়ার উদ্দেশ্য ছেড়ে আসে ফেরিটি। কিন্তু ঘন কুয়াশার কারণে ফেরিটি নদীতে নোঙর করে।


বুধবার (১৭ জানুয়ারী) সকাল  ৮টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ঘাট এলাকার ফেরিটি ডুবে যায়। এই ঘটনার ডুবে যাওয়া ফেরির মানুষগুলো সাতার কেটে নদীর তীরে ওটে।  এই ঘটনায় এখন পর্যন্ত কোন প্রানহানির খবর পাওয়া যায়নি।

তবে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ উদ্ধার তৎপরতা অব্যাহত রেখছে।


বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার ব্যবস্থাপক মো. সালাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন ।

বাংলাদেশ সময়: ১৯:৩২:২৯   ১৭৫ বার পঠিত