বিয়ে ও তালাকের ডিজিটাল নিবন্ধন বাধ্যতামূলক করে হাইকোর্টের রায়

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » বিয়ে ও তালাকের ডিজিটাল নিবন্ধন বাধ্যতামূলক করে হাইকোর্টের রায়
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫



বিয়ে ও তালাকের ডিজিটাল নিবন্ধন বাধ্যতামূলক করে হাইকোর্টের রায়

বিয়ে ও তালাকের তথ্য ডিজিটাল পদ্ধতিতে বাধ্যতামূলকভাবে নিবন্ধন করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

আবেদনকারীদের পক্ষে আদালতে ছিলেন আইনজীবী ইশরাত হাসান। রায়ের পর তিনি সাংবাদিকদের জানান, বিয়ে ও তালাক সম্পর্কিত প্রতিটি তথ্য সরকারি ডিজিটাল ব্যবস্থাপনায় সুরক্ষিত রাখতে এবং একটি নির্ভরযোগ্য কেন্দ্রীয় ডাটাবেজ গড়ে তুলতেই আদালতের এই নির্দেশনা। এর ফলে তথ্য গোপন, একাধিক বিবাহ লুকানো, গোপন বিয়ে, তালাকের সত্যতা প্রমাণের জটিলতাসহ বহু সমস্যা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

তিনি আরও বলেন, ‘ডিজিটাল নিবন্ধন চালু হলে নাগরিকদের সামাজিক মর্যাদা রক্ষা, সুবিচার প্রতিষ্ঠা এবং সমাজে পারস্পরিক বিশ্বাস পুনর্গঠনে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে।’

এর আগে, বিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটালাইজেশনের নির্দেশনা চেয়ে ক্রিকেটার নাসির হোসেনের স্ত্রী তামিমা সুলতানার আগের স্বামী রাকিব হাসানসহ তিন ব্যক্তি ও একটি সংগঠন ২০২১ সালের ৪ মার্চ রিট দায়ের করেন। পরদিন ২৩ মার্চ হাইকোর্ট রুল জারি করে। রুলের চূড়ান্ত শুনানি শেষ হয় চলতি বছরের ২০ নভেম্বর, এবং আজ রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল।

রায়ের ফলে এখন দেশের সব বিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থায় বাধ্যতামূলকভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

বাংলাদেশ সময়: ৩:২৯:৫৩   ১০ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


গাজীপুর-৬ আসন ফিরল না, জয় হলো বাগেরহাটবাসীর
বিয়ে ও তালাকের ডিজিটাল নিবন্ধন বাধ্যতামূলক করে হাইকোর্টের রায়
পঞ্চদশ সংশোধনীর চূড়ান্ত আপিল শুনানি নির্বাচনের পর
ফরিদপুর-৪ আসনের সীমানা পুনর্নির্ধারণ অবৈধ: হাইকোর্ট
জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে করা রিট খারিজ
অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ: আপিল বিভাগ
চট্টগ্রাম বন্দর পরিচালনা নিয়ে হাইকোর্টের দ্বিধা-বিভক্ত রায়
ত্রয়োদশ সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট
বাগেরহাটে চার আসন পুনর্বহাল করে গেজেট জারির নির্দেশ হাইকোর্টের
পঞ্চদশ সংশোধনী মামলায় আপিলে পক্ষভুক্ত হলেন মির্জা ফখরুল

Law News24.com News Archive

আর্কাইভ