বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান গ্রেপ্তার

প্রথম পাতা » সারাদেশ » সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান গ্রেপ্তার
শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫



সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে তাকে রংপুর প্রধান ডাকঘর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় তার নামে হত্যা এবং হত্যাচেষ্টা মামলা রয়েছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

বাংলাদেশ সময়: ৯:৫০:৫৩   ৭৬ বার পঠিত